প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে চাঁদপুর](/assets/news_photos/2023/01/22/image-28689.jpg)
৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে অংশ নিয়েছে চাঁদপুর মেঘনাপাড় মুক্ত গার্লস্ ইন স্কাউটিং, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ স্কাউট দল ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা। সাথে রয়েছেন বাংলাদেশ স্কাউট জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলম আরা সাফি, এল.টি, জেলা কাব লিডার তহমিনা আক্তার, এ.এল.টি, চাঁদপুর সদর উপজেলা কমিশনার মোঃ শাহজাহান সিদ্দিকী এ.এল.টি, জেলা স্কাউট লিডার মেহেদী মাসুদ, ফরিদগঞ্জের উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার বেলায়েত হোসেন, এ.এল.টি।