প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![সন্তোষপুর দরবার শরিফের বার্ষিক মাহফিলের পরামর্শ সভা](/assets/news_photos/2023/01/22/image-28688.jpg)
ছারছিনা দরবারের পীরে কামেল শাহসুফী নেছার উদ্দীন আহমদ (রহঃ)-এর প্রধান খলিফা পীরে কামেল শাহসুফী মাওলানা মোছলেহ্ উদ্দিন (রহঃ) এবং পীরে মুকাম্মাল শাহসুফী মোহাম্মদ বিন মোছলেহ্ উদ্দিন (রহঃ)-এর স্মরণে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরিফের ৭৩তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি (শনিবার) মাওলানা নেছার আহম্মেদ ছালেহির সঞ্চালনায় পরামর্শ সভার সদরে জলসা ছিলেন সন্তোষপুর দরবারের বর্তমান গদ্দিনিশিন পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করিম বিন মুহাম্মদ। পরামর্শ সভায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন বক্তব্য রাখেন।
ছদরে জলসা সন্তোষপুর দরবারের বর্তমান পীর সাহেব বলেন, এই দরবার আপনাদের, আমি আপনাদের খাদেম, মৃত্যু পর্যন্ত আমি এই দরবারের খেদমত করে যাবো। দাদা হুজুর শাহসুফী মোছলেহ্ উদ্দিন (রহঃ)-এর প্রতিষ্ঠিত এই দরবার আপনাদের সহযোগিতা নিয়ে বাবা হুজুরের দেয়া এই দায়িত্ব পালন করে যাবো সবসময়। আপনাদেরকে পাশে চাই। আমরা সকলের সহযোগিতায় দরবারের সকল সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার আলেম ওলামা ও ফরিদগঞ্জ উপজেলা বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপারসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরামর্শ সভা শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন সন্তোষপুর দরবারের বর্তমান পীর সাহেব মাওলানা শাহ্ আব্দুল করিম বিন মুহাম্মদ।