প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০
![আনন্দ বাজারের ব্যবসায়ী রোকন মোল্লার ইন্তেকাল](/assets/news_photos/2023/01/21/image-28649.jpg)
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান (রোকন মোল্লা) ইন্তেকাল করেছেন। বুধবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন আমিনপুর গ্রামের সন্তান ও আনন্দবাজারের ব্যবসায়ী রোকন মোল্লা ভোরে ফজরের নামাজ আদায় করে তার বাড়িতে এসে বিশ্রাম নেন। হঠাৎ ছোট্ট করে গোঙ্গানি দেন, এরপর আর তার দেহে নেই প্রাণপাখি। ৫৫ বছর বয়সী একপুত্র ও এককন্যা সন্তানের জনক রোকন মোল্লার জানাজার নামাজ এদিন বাদ আসর আমিনপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত তিনদিন যাবৎ প্রেসারজনিত সমস্যা ছিলো তার। গত পহেলা জানুয়ারি তার মেয়ে রাইসা নিখোঁজ এবং উদ্ধার-পরবর্তী সময়ে অনেকটা মেয়েকে নিয়ে অস্থিরতায় ভুগছিলেন। তার মৃত্যু নিয়ে রামদাসপুর নতুনবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, আমাদের বাজারের ব্যবসায়ী রোকন মোল্লা ছিলেন সৎ এবং ভালো মানুষ। সবার সাথে মিলেমিশে চলতেন। কোনো দিন কারো সাথে মন্দ কথা বলেনি। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।