প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০
![জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীতে চাঁদপুর জেলা যুবদলের শীতবস্ত্র বিতরণ](/assets/news_photos/2023/01/21/image-28646.jpg)
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে চাঁদপুর কোর্টস্টেশন এলাকায় এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্দুকশী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, সালাউদ্দিন বেপারী, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর, দপ্তর সম্পাদক মাসুদ, সহ-দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী, কর্মসংস্থান সম্পাদক আবু আহমেদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ, পৌর যুবদলের আল-আমিন, সাইফুল ইসলাম, খোকন প্রধানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতা-কর্মীবৃন্দ।