প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০
![শাহরাস্তিতে জাতীয় হিন্দু যুব মহাজোটের শীতবস্ত্র বিতরণ](/assets/news_photos/2023/01/21/image-28644.jpg)
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের উদ্যোগে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোটের আয়োজনে ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে মেহার কালিবাড়ি হরিসভায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করেন।
জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী শিবু চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মেহের কালীবাড়ি কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক নিখিল মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু মহাজোট আহ্বায়ক নারায়ণ পোদ্দার, পরেশ আইচ (হাজীগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী) ও গোপাল জিউ আখড়া কমিটির সভাপতি রনজিত দে হারাধন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি হিন্দু যুব মহাজোট নেতৃবৃন্দ যথাক্রমে কৃষ্ণ চন্দ্র শীল, টুটুল চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, লিটন পাল, ডাঃ রাখাল দাস ও প্রশান্ত চক্রবর্তী।