প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০
![প্রকৃত ধর্মপ্রাণ মানুষের দ্বারা কেউই বিপদগ্রস্ত হয় না](/assets/news_photos/2023/01/21/image-28643.jpg)
চাঁদপুরের শতাধিক বছরের ঐতিহ্যবাহী পুরাণবাজার মদনমোহন মন্দির পুনঃনির্মাণ কাজের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদ ও হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়। এ সময় তিনি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সামর্থ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম মানুষকে সকল পাপাচার থেকে দূরে রাখতে সহায়তা করে। নিজের মাঝে লুকিয়ে থাকা মনুষ্যত্বকে জাগ্রত করে। প্রকৃত ধর্মপ্রাণ মানুষের দ্বারা কেউই বিপদগ্রস্ত হয় না। ধর্মের লেবাসধারীদের দ্বারাই আমার সমাজ ও সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাই ধর্মপ্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি আমাদেরকেও সৎ-আদর্শবান মানুষ হতে হবে। আমি পূজা-অর্চনা-দান ধ্যান করলাম, অথচ মানবতাকে পাশ কাটিয়ে মানুষের মাঝে বিভেদ, সংঘাত, হানাহানি, ভাংচুর, অগ্নসংযোগের মত জঘন্য ঘটনা সৃষ্টিসহ মানুষের ক্ষতিসাধন করলাম, স্বয়ং ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন না। তাই আমাদেরকে সহনশীল হতে হবে, পরকালের জন্যে ভালো কাজ করতে হবে। মানুষের সেবাই হলো বড় ধর্ম, সে মানুষ যে ধর্মের হোক, তা কোনো বিবেচ্য নয়।
ছাদঢালাই পর্বে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সমাজকল্যাণ সম্পাদক লিটন চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বনাথ বণিক, ডাঃ প্রদীপ দেবনাথ, হরিসভা মন্দির নির্মাণ কমিটির টুটন বণিক, খোকন সাহা, মিন্টু ঘোষ, সমীর সাহা, মনতোষ সাহা, সুমন সাহা, সুকুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী প্রাচীন মদনমোহন মন্দিরটি অত্যাধুনিকভাবে পুনঃনির্মাণের লক্ষ্যে পূর্বের ভগ্নদশায় বিরাজমান মন্দিরটি সম্পূর্ণভাবে ভেঙ্গে ব্যাপক পরিসরে নির্মাণ কাজ এগিয়ে চলছে। মন্দিরের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। মন্দির পুনঃনির্মাণে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেছেন হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ উদ্যোক্তাগণ।