বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির অভিষেক
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার রাতে চেয়ারম্যানঘাটস্থ এলাকায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ সহিদ উল্লাহ কায়সার। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এমএ হালিম পাটওয়ারী। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ও অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডঃ নজরুল ইসলাম ও অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, জয়েন্ট সেক্রেটারী পদপ্রার্থী মেরাজ সিদ্দিকী ও আবদুল মান্নান মিয়াজি, জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডঃ সোহেল চৌধুরী, অ্যাপায়ন সেক্রেটারী প্রার্থী অ্যাডঃ বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর পদপ্রার্থী অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, রানিং অডিটর পদপ্রার্থী অ্যাডঃ মাসুদ পাটওয়ারী, অ্যাডঃ আব্দুল্লা আল মামুন (২), অ্যাডঃ জামাল হোসেন, অ্যাডঃ সানজিদ হোসেন সানি, অ্যাডঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ চৌধুরী আবুল কালাম আজাদ, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডঃ শিপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাসুদ প্রধানীয়া, কোষাধ্যক্ষ অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, দপ্তর সম্পাদক অ্যাডঃ জামাল হোসেন, কার্যকরী সদস্য অ্যাডঃ মোজাফফর হোসেন সেলিম, অ্যাডঃ জসিম উদ্দিন প্রধান ও অ্যাডঃ সানজিদ হাছান সানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়