প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মাসুদ মিজি](/assets/news_photos/2023/01/20/image-28609.jpeg)
ফরিদগঞ্জ উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের ১নং ওয়ার্ড সাইসাঙ্গা গ্রামের নাগের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দিনমজুর শাহজান মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক মাসুদ মিজি।
১৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় মাসুদ মিজি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং ৬ বান্ডেল ঢেউটিন প্রদান করেন। ২১ ডিসেম্বর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে দিনমজুর শাহজান মিয়া এবং তার ২ ছেলে সুমন আর সুজন সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে। এলাকাবাসীর সহযোগিতায় জোড়াতালি দিয়ে ২টি ঘর মোটামুটি থাকার মতো ব্যবস্থা করে দিলেও এখনো একটি ঘরের নির্মাণ কাজ শুরুই করা যায়নি। এতে করে একটি পরিবারের এখনো মাথা গোঁজার ঠাঁই হয়নি। নিঃস্ব এই মানুষগুলোর পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন একই ইউনিয়নের কৃতী সন্তান প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ মিজি মামুন।
মাসুদ মিজি মামুন বলেন, আমার পাশর্^বর্তী গ্রামে গত মাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, যা আমি প্রবাসে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জেনেছি। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। তাই দেশে আসার পর আজকে আমি ঘটনাস্থলে ছুটে আসলে তাদের জীবনযাপন দেখে খুবই খারাপ লেগেছে। আমি আমার জায়গা থেকে ওনাদের যতটুকু পেরেছি সহযোগিতার চেষ্টা করেছি।
এই সময় স্থানীয় ইউপি সদস্য জিলন পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।