প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
![আজ কক্সবাজারের সাথে প্রথম ম্যাচ খেলবে চাঁদপুর](/assets/news_photos/2023/01/16/image-28478.jpg)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার থেকে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ক্রিকেট দল এতে অংশ নিয়েছে।
আজ ১৬ জানুয়ারি সোমবার প্রথম ম্যাচে চাঁদপুর খেলতে নামবে শক্তিশালী কক্সবাজারের সাথে। বিসিবির আয়োজনে চট্টগ্রাম বিভাগে ৩টি গ্রুপে অংশ নেয় ১১টি জেলা। চাঁদপুর দলের প্রথম রাউন্ডের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে। চাঁদপুর ১৬ জানুয়ারি কক্সবাজার, ১৭ জানুয়ারি ব্রাক্ষণবাড়িয়া ও ২০ জানুয়ারি খেলবে খাগড়াছড়ি জেলা দলের সাথে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শনিবার বিকেলে খেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবির কাউন্সিলর ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
রোববার দুপুরে দলটি চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা দেয়। দলের বিদায়কালে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ ক্রীড়া সংস্থার সদস্যরা।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : সিয়াম, আফ্রিদী, নোমান, ইলিয়াছ, আয়মন, সালমান, আয়ান, আল-আমিন, সিফাত, সাকিব, রাফিদ, অমিত, সালাউদ্দিন, মানব, ইনজামাম, জাহিদ, তানভীর, আঃ রহমান, ফিরোজ, অনিমেশ, রাহুল ও জিসান। কোচ মোশারফ বাবু ও টিম ম্যানেজার মাসুদ।