প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
![দুঃস্থ শীতার্তদের মাঝে আলী রাজা জামে মসজিদ কমিটির কম্বল বিতরণ](/assets/news_photos/2023/01/16/image-28477.jpg)
গরিব-দুঃখী অসহায় মানুষের শীত নিবারণের জন্যে চাঁদপুর শহরের অলিগলিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আলী রাজা জামে মসজিদ কমিটি।
রোববার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের ছৈয়ালবাড়ি রোডস্থ আলী রাজা জামে মসজিদ থেকে শুরু করে বড়স্টেশন, লঞ্চঘাট, কোর্ট স্টেশন, বিপণীবাগ, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অলিগলিতে গরিব-দুঃখী শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ মহতি কাজে অংশ নেন মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, সভাপতি আলহাজ্ব নূর খান, কোষাধ্যক্ষ আলহাজ্ব শামসুদ্দিন ভূঁইয়া বুলবুল, জয়েন সেক্রেটারী আহমদ হাসান আল জায়েদ রিফাই। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব হুমায়ুন কবির, মোহাম্মদ শফিকুল ইসলাম, মসজিদের ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।