প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
১৫ জানুয়ারি রোববার চাঁদপুর সদর মডেল থানাধীন নতুনবাজার পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)।
তিনি ফাঁড়ি এরিয়া এবং দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, ডিউটিরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য ও বুদ্ধিমত্বার সাথে কাজ করতে হবে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্যে দিকনিদের্শনা প্রদান করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অফিসার ইনচার্জ (সদর মডেল থানা) মোহাম্মদ আব্দুর রশিদ ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন উপস্থিত ছিলেন।