প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![আকিয়ারা শেখ রাসেল ক্রীড়া সংগঠনের ডে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন](/assets/news_photos/2023/01/14/image-28391.jpg)
আকিয়ারা শেখ রাসেল ক্রীড়া সংগঠনের উদ্যোগে ডে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কচুয়া কণ্ঠের প্রধান সম্পাদক ও কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম মিঠু। এ সময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকবে। আজকে যে খেলার আয়োজন করা হয়েছে, আমি মনে করি এই ধারা অব্যাহত থাকলে যুবসমাজ মাদক ও মোবাইলের প্রতি যে আসক্তি রয়েছে তা থেকে কিছুটা হলেও দূরে সরে আসতে পারবে।
এ সময় ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, খেলার আয়োজক আহমেদ শুভ ও রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।