প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নানের শীতবস্ত্র বিতরণ শুরু](/assets/news_photos/2022/12/21/image-27429.jpg)
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নানের শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও তিনি উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় গরিব, অসহায় ও বিভিন্ন শ্রমিকদের মধ্যে ২০ হাজার সুয়েটার বিতরণ করবেন। শীতবস্ত্র বিতরণের প্রথম দিনে ৭নং পাইকপাড়া ও ৪নং সুবিদপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন।
আলহাজ্ব এমএ হান্নানের অনুপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খশরু মোল্লা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও আলহাজ্ব এমএ হান্নানের ঘনিষ্ঠ ব্যক্তি শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কিরণ ভূঁইয়া ও ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভুলু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফ, ৭নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, ৪নং সুবিদপুর ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সভাপতি আবুল বাশার টিটু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মানিক হোসেন নান্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খান আহসান, ৭নং পাইকপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী নান্নু মোল্লা, সাধারণ সম্পাদক প্রার্থী মাহফুজ কাজী, ৭নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, যুবদলের সভাপতি প্রার্থী সুমন হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মাহবুব কাজী, যুবদল নেতা এমরান নাসির, ৪নং সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন বাবু, ৭নং পাইকপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউসার হোসেন বাবলু, রাসেল খান, নাইন পাটোয়ারী, আব্দুল কাদের সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।