প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা](/assets/news_photos/2022/12/21/image-27427.jpg)
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস ১৯৭১ সালে সংঘটিত স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, দেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, তেমনিভাবে চির অম্লান রবে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস। আজকের এদিনে আমরা তাদেরকে স্মরণ করছি পরম শ্রদ্ধাভরে। এদিন ভোরে বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদদের প্রতি ‘অঙ্গীকারে’র বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।