প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![সেবা সহজতর করতে কর্মকর্তাদের প্রতি জেলা প্রশাসকের নির্দেশ](/assets/news_photos/2022/12/21/image-27423.jpg)
শাহরাস্তি উপজেলার নির্মাণাধীন ভূমি অফিসের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সহকারী কমিশনার (ভূমি)-এর অফিসকক্ষের ডেকোরেশন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে বেলা ১টায় তিনি সূচিপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিস ও সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ এবং দেড়টায় শোরসাক কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ। সূচিপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিস ও সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও শোরসাক কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এসব দফতর পরিদর্শনকালে বিভিন্ন সেবাগ্রহীতার বক্তব্য শুনেন এবং সেবা সহজতর করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।