প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর জেলা শারদাঞ্জলি ফোরাম কমিটির পরিচিতি সভা](/assets/news_photos/2022/12/20/image-27380.jpg)
শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলার নব-গঠিত কমিটির সারথীদের পরিচিতি সভা পুরাণবাজার শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর জেলা সভাপতি রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং শ্রীমদ্ভাগবত গীতা ও বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সভার কাজ শুরু হয়। গীতা পাঠ করেন ফোরামের প্রচার সম্পাদক দীপ্ত ঘোষ এবং বেদমন্ত্র উচ্চারণ করেন দিপঙ্কর চক্রবর্তী সৈকত।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা, রতন কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি জীবন মজুমদার, সহ-সভাপতি নন্দিতা দাস, অনুপ দে চাকী, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, যুগ্ম সম্পাদক পংকজ চন্দ্র দাস, সুমন বিশ্বাস অর্পণ, নেপাল সাহা, সুমন সরকার জয়, সাংগঠনিক সম্পাদক লক্ষণ চন্দ্র সাহা, প্রণয় রায়, প্রদীপ সরকার, সমন্বয়ক সম্পাদত্ত গুপ্ত, যুগ্ম সম্পাদক কানাই লাল দে, প্রচার সম্পাদক দীপ্ত ঘোষ, সহ-প্রচার সম্পাদক গণেশ চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ রুবেল সরকার রিংকু, সহ- কোষাধ্যক্ষ সীমান্ত সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপু অধিকারী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ, সহ-সমাজ কল্যাণ গোবিন্দ ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক দিপঙ্কর চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ভাস্কর দাস, সহ-আইন সম্পাদক মিলন চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক কৃষ্ণা নন্দী, ছাত্র বিষয়ক সম্পাদক অন্তর কৃষ্ণ সাহা, মন্দির বিষয়ক সম্পাদক নিভা সাহা, নির্বাহী সারথী গণেশ চন্দ্র দে, বাদল সাহা, আশিষ কর্মকার, আশিষ সরকার, রূপা ঘোষ, প্রীতিকা সাহা, দীপু হালদার, শিপ্রা দাস সাহা, প্রীতি সাহা, শ্যাম সাহাসহ প্রমুখ সারথীগণ।
প্রথম অধিবেশনে পরিচিতি ও মুক্ত আলোচনা এবং দুপুরের প্রসাদ গ্রহণ করা হয়। বিরতির পর দ্বিতীয় অধিবেশনে ফোরামের কার্যকরী কমিটি আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে সনাতনীদের নৈতিক শিক্ষা প্রদানের জন্য চালুকৃত গীতা নিকেতনগুলোর প্রতি বিশেষ নজর দেবার পাশাপাশি লাভ জেহাদনির্মূলে তদারকি, দরিদ্র সনাতনী শিক্ষার্থীদের সহায়তা এবং সাত্ত্বিক পূজার প্রচারণায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জেলা সভাপতি রিপন কুমার সাহা পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করেন।