প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০
![বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশুদের এখন থেকে প্রস্তুত করতে হবে](/assets/news_photos/2022/12/20/image-27379.jpg)
শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী শিশুদের সাথে সোনালী বিকেল নামক অনুষ্ঠান শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুরের আয়োজনে ছোট্ট ছোট্ট শিশুদের সাথে চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চে সোনালী বিকেল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল।
তিনি শিশুদের সাথে নিয়ে বলেন, আমরা চাইছি যে ছোট ছোট সোনামনিদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটুক। আর শিশুদের মধ্যে প্রতিভার বিকাশ ঘটাতে হলে এ ধরনের আয়োজন করা উচিত। এই শিশুরাই একদিন মুক্তিযুদ্ধের চেতনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বে। আমি মনে করি এজন্য শিশুদের গড়ে তুলতে এখন থেকে প্রস্তুত করতে হবে। বঙ্গবন্ধু কখনো মরতে পারেন না। তিনি এ শিশুদের মাঝেই জীবিত আছেন।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মনোয়ারা ইশরাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, মা ও শিশু সহায়তা কর্মসূচির পরিচালক রুমিনা গণি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদসহ সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ শিশু একাডেমির শিক্ষার্থীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথি আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদেরকে বিশেষ উপহার হিসেবে কলম তুলে দেন।