প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নেতৃত্বে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক পরিষদ, শিক্ষার্থী, রোভার স্কাউটস ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ।
এ দিন সকাল ১০টায় কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ, দোয়া, মোনাজাত এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন।
প্রভাষক মাসুদুর রহমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক স্বপন কুমার পাল, উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ্, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, মোঃ শাহজাহান সরকার, তৌহিদা আক্তার, ইয়াছিন মিয়াসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আ.ন.ম. মফিজুর রহমান।
সভায় ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদ সদস্য, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মরহুম আকতার হোসেন পলাশ মজুমদার, গভর্নিংবডির সদস্যবৃন্দ যারা ইতিমধ্যে ইহজগৎ ত্যাগ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় সংসদ সদস্য ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।