প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
![দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে](/assets/news_photos/2022/12/18/image-27298.jpg)
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করে। স্বপ্ন ছিলো দেশের ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দেশে গণতন্ত্র কায়েম হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দেশে গণতন্ত্র নেই। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, মানুষের ভোটাধিকার নেই, মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে না। কখনও আগের রাতে ভোট হয়, কখনও বিনা ভোটে নির্বাচিত হয়। আবার কখনও ভোট কেন্দ্রে জবর দখল হয়। বর্তমানে দেশ দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শ্রমিকরা এ দেশে বিভিন্নভাবে নির্যাতিত। কৃষকেরা কষ্ট করে উৎপাদন করে অথচ ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে তারা।
জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, জেলা যুব গণফোরামের সহ-সভাপতি আলমগীর খান, চাঁদপুর সদর উপজেলা গণফোরামের সদস্য কালাম গাজী, সুভাষ সাহা, চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের সভাপতি দুলাল শেখ, হাইমচর উপজেলা গণফোরামের সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ।