প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
![সাইরেন-এর শীতবস্ত্র পেয়ে খুশি ছিন্নমূল মানুষেরা](/assets/news_photos/2022/12/18/image-27296.jpg)
সাইরেন-এর শীতবস্ত্র পেয়ে খুশি ছিন্নমূল মানুষেরা। শনিবার কুয়াশাঢাকা ভোরে উষ্ণ এ উপহার পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। শীতজুড়ে চাঁদপুর শহরের পাশাপাশি আট উপজেলায় এ কার্যক্রম চলবে বলে সংগঠনসূত্রে জানা যায়। চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন ‘সাইরেন’-এর উদ্যোগে রিকশাচালক ও ছিন্নমূল কর্মজীবী মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল ১৭ ডিসেম্বর (শনিবার) চাঁদপুর শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় ‘সাইরেন’ সদস্যরা শীতার্ত হতদরিদ্র মানুষ ও রিকশাচালক প্রত্যেককে সোয়েটার ও কানটুপি পরিয়ে দেন। এ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের সভাপতি চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল।
২০০০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নিয়মিত বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে জেলাজুড়ে প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে। চাঁদপুর শহরের পাশাপাশি জেলার আট উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পিছিয়েপড়া মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। বার্ষিক নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, ঈদুল ফিতরে পথশিশুদের মাঝে নূতন পোশাক বিতরণসহ সামাজিক শৃঙ্খলা ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।