প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
![লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর খাদ্য সহায়তা পেলো তিন শতাধিক পরিবার](/assets/news_photos/2022/12/18/image-27291.jpg)
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর আয়োজনে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কুমিল্লা রোডস্থ লায়ন্স শেল্টারে এ আয়োজন করা হয়।
তিন শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবণ ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী এমজেএফ।
ক্লাবের প্রেসিডেন্ট লায়ন কিশোর সিংহ রায়ের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি লায়ন মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি মোঃ তারিকুল ইসলাম সুজন, লায়ন ক্লাব অব চাঁদপুর রূপালীর পাস্ট প্রেসিডেন্ট জাকির হোসেন, পাস্ট প্রেসিডেন্ট ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লায়ন অ্যাডঃ সেলিম আকবর ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান।
বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে। তারই অংশ হিসেবে আজ তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হলো। এই খাদ্য সহায়তা নিম্নবিত্ত অসহায় মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফুটাবে। এমন মানবিক কর্মকাণ্ডের জন্যে আমরা ক্লাবের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
এ সময় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর ভাইস প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আলম বাবুল, লায়ন শেখ রফিক, লায়ন পারভেজ খান, লায়ন রাফিউস শাহাদত ওয়াসিম পাটোয়ারী, লিও ক্লাব প্রেসিডেন্ট পারভেজ মজুমদারসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।