প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
![বিস্ফোরক ও হত্যা মামলার আসামী শিবির নেতা খান নিয়াজ আটক](/assets/news_photos/2022/12/16/image-27251.jpg)
চাঁদপুরে বিস্ফোরক ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী খান মোঃ নিয়াজ মোর্শেদ নামের এক শিবির নেতাকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার নিজ বাসা থেকে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
খান নিয়াজ মোর্শেদ চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। সে বর্তমানে একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করছেন। এর পূর্বে চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক হিসেবে চাকুরি করেছেন।
জানা যায়, ২০১৩ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের শিল্পকলা একাডেমীর সামনে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল ও ছাত্র শিবিরের দুইকর্মী নিহত এবং চার পুলিশ আহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার মজুমদার ১৩ জন শিবির কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাড়ে ৪শ’ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামী হলেন শিবির নেতা খান মোঃ নিয়াজ মোর্শেদ।
আটক খান মোঃ নিয়াজ মোর্শেদ বলেন, আমি এখন আর শিবিরের রাজনীতির সাথে জড়িত নই। বর্তমানে আমি গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব।
চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, বিস্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামী হলেন খান মোঃ নিয়াজ মোর্শেদ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।