প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মতলবে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত](/assets/news_photos/2022/12/15/image-27217.jpg)
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সভাপ্রধানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কমল পোদ্দার, প্রভাষক জসিম উদ্দিন, জহির খান, কাউন্সিলর আবুল বাশার পারভেজ, বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, আলহাজ ওয়াদিজ্জুমান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান প্রমুখ। পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মতলব পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওয়াদিজ্জুমান মৃধা।