প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![নারায়ণপুর ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন](/assets/news_photos/2022/12/15/image-27215.jpg)
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে দিবসের কার্যক্রম গ্রহণ করা হয়। ১৪ ডিসেম্বর সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া ও দুলাল চন্দ্র পোদ্দার। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন, মোঃ কাউছার আহমেদ ও রিয়া দাস। বক্তারা মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন এবং গীতা পাঠ করেন রিয়া দাস।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুঈন উদ্দিন হামিদী।