প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ০০:০০
২০২২ সালের এসএসসি পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ কয়েক বছরের তুলনায় এই বছর ফলাফলের দিক দিয়ে সফলতা বেশি। পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক বিভাগে মোট ১৩৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তার মধ্যে ১৩৩ জন পাস করে। পাসের হার ৯৬.৩৮।
তিন গ্রুপ থেকে ২৫ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ অর্জন করে। তার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন গোল্ডেন জিপিএ-৫ ও ৪ জন জিপিএ-৫সহ মোট ১৫ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ জন ও মানবিক বিভাগ থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এ গ্রেড ৪৬ জন, এ মাইনাস ৩২ জন, বি গ্রেড ২১ জন, সি গ্রেডে ৮ জন ও ডি গ্রেডে ১ পাস করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান বলেন, দীর্ঘ ক’বছর বিদ্যালয়ের রেজাল্ট ধারাবাহিকভাবে ভালো হলেও এ বছর আরও একটু ভালো হয়েছে। এজন্যে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমন্বয়ে সঠিক পাঠদান ও ম্যানেজিং কমিটির সঠিক তদারকিতে এ সফলতা অর্জন হয়েছে। এই সফলতার জন্যে আল্লাহ তা’য়ালার কাছে শোকরিয়া জ্ঞাপন করি এবং আগামীতে এই ধারাবাহিকতা ধরে রাখার জন্যে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।