প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ০০:০০
![দেশ ও জাতির কল্যাণ কামনায় রহিমানগরে হরিওঁ কীর্ত্তন](/assets/news_photos/2022/11/27/image-26488.jpg)
দেশ ও জাতির কল্যাণ কামনায় কচুয়া উপজেলার রহিমানগর বলরা হরিদাস সাহার বাড়িতে শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ভক্তদের ব্যাপক আয়োজনে হরিওঁ কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর শনিবার সকালে মানিক সাহা ও কৃষ্ণ সাহার আয়োজনে সমবেত প্রার্থনা, হরিওঁ কীর্ত্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অখণ্ড সংহিতা পাঠ করেন গুরুপদ স্বর্ণকার। পরে শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর অখণ্ডমণ্ডলীর নেতৃবৃন্দ। এ সময় ভক্তবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, সদস্য রঞ্জিত চন্দ্র সাহা, মানিক রায়, গৌতম সাহা, মমতা দাস, প্রিয়লাল ত্রিপুরা প্রমুখ।
এদিন সকালে চাঁদপুর অযাচক আশ্রম অখণ্ডমণ্ডলীর ভক্তবৃন্দ রহিমানগর বলরা গ্রামীণ জনপদে স্বতঃস্ফূর্তভাবে হরিওঁ কীর্ত্তন করেন। অনুষ্ঠানকে ঘিরে বলরা গ্রামসহ আশেপাশের বিভিন্নস্থান থেকে ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয়।