প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০
![কুমিল্লায় বিএনপির মহাসমাবেশ সফল করতে মাহবুবুর রহমান শাহীনের লিফলেট বিতরণ](/assets/news_photos/2022/11/19/image-26162.jpg)
২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি নেতা মাহাবুবুর রহমান শাহীনের নেতৃত্বে প্রায় শতাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়, হকার্স মার্কেট, রেলস্টেশন, বকুলতলা রোড সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা, শাহ নেওয়াজ, কাইয়ুম খান, মেরাজ চোকদার, দেওয়ান জুয়েল, শামীম চোকদার, বাসু হাজী, খোকন মিয়াজী, ওচমান খান, মনির খন্দকার, রফিক গাজী, জনু গাজী, মজিবুর রহমান লেদা প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে মাহবুবুর রহমান শাহীন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং দেশে অসহনীয় দ্রব্যমূল্য, দুর্নীতি, দুশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম সহ শাওন, রহিম, শীহদুল, নূর হোসেনের হত্যার প্রতিবাদে ২৬ নভেম্বর কুমিল্লার বিভাগীয় মহাসমাবেশ সফল করতে চাঁদপুর থেকে বিএনপির সকল নেতা-কর্মীকে সাথে নিয়ে সমাবেশে উপস্থিত হবো। এ জন্যই শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে সকলকে জানান দেয়া হচ্ছে।