সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবি উল্যাহ, সম্পাদক শাহআলম
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

স্থানীয় ঈদগাহ মাঠে নতুন ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সভ্যদের (১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহ্বান করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মিলন।

এতে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মোঃ তবি উল্যাহ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ইসহাক, মোঃ শাহআলম ও মোঃ সোহরাব হোসেনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এ সময় প্রার্থীদের মধ্যে সমঝোতা করার সুযোগ দেওয়া হলে সাধারণ সম্পাদক পদে কোনো সমঝোতা হয়নি। পরে সম্মেলনের সভাপতির ওপর সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছেড়ে দেয়া হয়।

সম্মেলনের সভাপতি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মোঃ তবি উল্যাহ ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মোঃ শাহআলমের নাম ঘোষণা করেন।

একই সময়ে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ইসহাক ও ১নং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সোহরাব হোসেনের নাম রাখার অনুরোধ জানিয়ে সম্মেলনের সমাপ্তি করেন।

এর আগে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুসহ অন্যান্য অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়