প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০
![পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পথসভা](/assets/news_photos/2022/11/18/image-26128.jpg)
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ২নং ওয়ার্ডে খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ নেতা বাসু দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মিন্টু পাটোয়ারী। তিনি বলেন, ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আপনারা আপনাদের পছন্দমতো প্রার্থী নির্বাচন করবেন। আমি নৌকা প্রতীকের প্রার্থী। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, যাতে আপনাদের সেবা করতে পারি। আমি গত ৪০ বছর ধরে আদর্শের রাজনীতি করছি। আপনাদের কথা দিচ্ছি আপনারা যদি নৌকার বিজয় নিশ্চিত করেন তবে এলাকার ছেলে হিসেবে এলাকায় থেকেই আমি আপনাদের সেবা করবো। চাঁদপুর আর ঢাকায় থেকে আপনাদের নিয়ে ছেলেখেলা করবো না। তাই নিজের ভোটটি যথাস্থান তথা উন্নয়নের প্রতীক নৌকায় প্রদান করবেন বলে বিশ্বাস করি।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সভাপতি আলীম আজম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলাম মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটোয়ারী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম সবুজ। উপস্থিত ছিলেন রফিক মেম্বার, আব্দুল গনি, বিএম সিরাজ মনোয়ার হোসেন, আবিদ বেপারী, মোস্তাফিজুর রহমান, মফিজ পাটোয়ারী, আলমগীর হোসেন ভূঁইয়া, ইয়াকুব আলী পাঠান, ইউছুফ আলী প্রমুখ।