প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ০০:০০
![প্রকাশিত হলো ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’-এর দ্বিতীয় মুদ্রণ](/assets/news_photos/2022/10/26/image-25068.jpeg)
চাঁদপুর পৌরসভার প্রকাশনায় ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় গবেষণাগ্রন্থ ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’। বইটি সম্পাদনা করেছেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। পৌরসভার পক্ষে বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। সম্প্রতি এ বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, বরেণ্য রাজনীতিবিদ ও অহিংসাবাদী নেতা মহাত্মা গান্ধী একাধিকবার চাঁদপুরে এসেছেন, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তাঁর চাঁদপুরে আগমন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, চাঁদপুরে দেয়া সাক্ষাৎকার, বক্তৃতাণ্ডবিবৃতি, চিঠিপত্র, চাঁদপুরের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক, চাঁদপুরে দাঙ্গার স্বরূপ ইত্যাদি বিষয়কে ধারণ করে আছে ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’ গ্রন্থটি।
দ্বিতীয় মুদ্রণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম মুদ্রণের কপিগুলো দ্রুত নিঃশেষিত হয়েছে। তাই বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হলো। এ মুদ্রণে সদ্যপ্রয়াত বরেণ্য লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর ভূমিকাসহ কিছু সংযোজন বিয়োজন হয়েছে। তিনি বইটির দ্বিতীয় মুদ্রণ করার জন্য চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুরের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণার জন্যে আমরা কাজ করছি। ইতিমধ্যেই পৌরসভা থেকে ৩টি গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’ বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হওয়ায় আমরা আনন্দিত। আশাকরি, পৌরসভা থেকে প্রকাশিত বইগুলো চাঁদপুরের ইতিহাস চর্চায় সহায়ক হবে।
‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’ বইটির প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম। মূল্য ৪০০ টাকা। পাওয়া যাবে চিত্রলেখা মোড়স্থ আননূর গ্রাফিক্সে। যোগাযোগ : ০১৭০৯১০১০১১।