প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে লিফলেট বিতরণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে তা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর নিসচার কর্মীরা লিফলেট বিতরণকালে মোটরসাইকেলে হেলমেট পরাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নিসচার কর্মীরা মোটরসাইকেল চালক, অটো, ভ্যানসহ সবধরনের গাড়ি চালককে সাবধানে গাড়ি চালানোর অনুরোধ করেন।
উপস্থিত ছিলেন নিসচার উপজেলা সভাপতি আবু সালেহ মোঃ বারাকাত উল্লাহ পাটোয়ারী, সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, সম্পাদক নারায়ণ রবিদাস, যুগ্ম সম্পাদক জাকির হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ আত্তারী, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান সজীব, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ রাজিয়া সুলতানা দিপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল, নির্বাহী সদস্য মোঃ মাছুম তালুকদার, মোঃ ওমর ফারুক পাটওয়ারী, জাহিদুল ইসলাম ফাহিম, মোঃ মামুনুর রশিদ, আলআমিন গাজী, মিসেস রুবী বেগম, জাকির হোসেন, আব্দুল কাদির, এফএ মানিক, রিয়াদ বরকন্দাজ, কফিল উদ্দিন, হোসাইন মামুন, গাজী মমিন প্রমুখ।