প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০
![পুরাণবাজার ঘোষপাড়ায় শ্রীশ্রী সার্বজনীন শ্যামা কালী পূজার ২৮ বছর পূর্তি](/assets/news_photos/2022/10/23/image-24932.jpg)
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হবে ৬ কার্তিক (২৪ অক্টোবর ২০২২) সোমবার। প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়া দুর্গা মন্দিরে শ্রীশ্রী সার্বজনীন শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হবে। এই মন্দিরে কালী পূজার ২৮ বছর পূর্তিতে এবার বর্ণিল আয়োজন থাকছে পূজার আনুষ্ঠানিকতা। এমনটাই জানালেন পুরাণবাজার ঘোষপাড়া শ্রীশ্রী সার্বজনীন কালীপূজা আয়োজক কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ।
তিনদিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্য রয়েছে : ৫ কার্তিক (২৩ অক্টোবর) রোববার রাত ৯টায় প্রতিমা আনয়ন ও রাত ১১টা ১০ মিনিটে প্রতিমা বরণ। ৬ কার্তিক (২৪ অক্টোবর) সোমবার রাত ৭টায় দীপাবলি প্রদীপ প্রজ্জ্বলন, রাত ১০টার পর শ্রীশ্রী শ্যামা পূজার দেবীর ঘট স্থাপন, বিহিত প্রশস্ত ও দীপমালা প্রদান, রাত ১২টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় আরতী প্রতিযোগিতা, রাত ১০টায় পুরস্কার বিতরণ ও রাত ১১ টা ৪৫ মিনিটের সময় প্রতিমা বিসর্জন।
উক্ত শ্যামা কালী পূজায় সনাতন ধর্মাবম্বলী ভক্তবৃন্দকে নিমন্ত্রণ জানিয়েছেন ঘোষপাড়া কালী পূজা কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ।
উল্লেখ্য, হিন্দু পুরাণ মতে, দেবী দুর্গারই একটি শক্তি কালী। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ও শ্মশানে সন্ধ্যা থেকেই প্রদীপ জ্বালানো হয়। এর মধ্য দিয়ে তারা স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদেরও স্মরণ করেন। এই আনুষ্ঠানিকতাকে বলা হয় দীপাবলী।