প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস, অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ১২তম কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে একাদশ কার্যনির্বাহী কমিটির বর্ধিত বার্ষিক সাধারণ সভার পর সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মাহফুজ আলম অনিক, সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাজী হাসিবুর রহমান (তুর্জয়) এবং ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ পাটোয়ারী।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষার্ষের সাইফুল ইসলাম, একই শিক্ষাবর্ষের সহ-সভাপতি আফফান ইয়াসিন, আব্দুল্লাহ আল জিদান, মোঃ মেজবাহ উদ্দিন খান, মোঃ মহিবুল উল্লাহ, মাহমুদা আক্তার একা ও প্রদীপ কুমার সূত্রধর।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইবনে আরমান, একই শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান আজিম, মোঃ নাঈম ইসলাম, পারভেজ হোসেন, মেহেদি হাসান আকাশ, আমেনা আক্তার, সানজি খান, মোঃ নিজাম উদ্দিন ফরশ ও মোঃ জাহিদ হাসান ফরিদ।
নব-নির্বাচিত সভাপতি মোঃ মাহফুজ আলম অনিক বলেন, কৃতজ্ঞতা ও ভালোবাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের প্রতি, যারা নিজেদের সাংগঠনিক মূল্যবান ভালোবাসার জায়গায় আমাকে স্থান দিয়েছেন। সংগঠনটির ভ্রাতৃত্ববোধ, সৃজনশীল চিন্তা ও কর্মধারা অব্যাহত রাখতে সাবেক ও বর্তমান সদস্যদের পরামর্শ নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।
নতুন সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বলেন, সংগঠনের সার্বিক কার্যক্রমের গতিশীলতা উন্নয়নের মাধ্যমে সদস্যদের শিক্ষার অগ্রগতি বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়া পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সংগঠনটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে যাব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১০ সালের ৩সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতি বছর চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, শিক্ষার্থীদের যাতায়াত নির্দেশনা, পরীক্ষাকালীন সময়ে বিনামূল্যে থাকার ব্যবস্থা, অপরিচিত ক্যাম্পাসে চাঁদপুরের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে ভ্রাতৃত্বসূলভ সহযোগিতা করে আসছে।
দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করা, দূরদর্শী চেতনা ও দক্ষ নাগরিক তৈরির লক্ষে সৃজনশীল প্রতিযোগিতা, ক্যাম্পাসে আগত নবীনদের সার্বিক সহযোগিতা, বিভিন্ন দিবস উদযাপন, বার্ষিক ট্যুর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রোগ্রাম, চড়ুইভাতি, বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন প্রোগ্রাম, নবীন সংবর্ধনা-প্রবীণ বিদায় অনুষ্ঠান, চাঁদপুরের ঐতিহ্য নিয়ে ম্যাগাজিন প্রকাশনা, শিক্ষামূলক ক্যারিয়ার আড্ডাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানকল্পে নিয়মিত কাজ করে যাচ্ছে সংগঠনটি।