শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

গোলাম মোস্তফা ॥

চাঁদপুর জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। মহামারী করোনায় চাঁদপুরে আক্রান্তের হার বৃদ্ধি ও অক্সিজেন সঙ্কটে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফোরামের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

২৯ জুলাই রাতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের জরুরি এক ভার্চুয়ালি সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, সংগঠনের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের উপস্থাপনায় উক্ত ভার্চুয়াল সভায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, ট্রেজারার শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আরেফিন শাকিল, আল আমিন প্রমুখ।

উক্ত সভায় চাঁদপুরে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি, অক্সিজেন সঙ্কটে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং মানবিকতার কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন সঙ্কট নিরসনে অক্সিজেন সিলিন্ডার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় করোনা মহামারীর আক্রান্তদের মধ্যে যাদেরকে চিকিৎসক ঢাকায় রেফার করবেন ওই সকল রোগীকে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি, আইসিইউ, সিসিইউ’র ব্যবস্থা, চিকিৎসকদের পরামর্শসহ যে কোনো বিষয়ে সংগঠনের সদস্যদের অবহিত করা সাপেক্ষে সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়া হয়।

এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সমস্যার সমাধানে দ্রুত সময়ে অক্সিজেন সিলিন্ডার প্রদানের সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়