প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
![গুণরাজদী সপ্রাবিতে শেখ রাসেলের জন্মদিনে বৃক্ষরোপণ](/assets/news_photos/2022/10/22/image-24883.jpg)
চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের দর্জি ঘাট সংলগ্ন গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিনে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ১২টি গাছের চারা রোপণ করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে উদ্যাপন উপলক্ষ্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নিদের্শনায় ফলদ, বনজ ও ঔষধীসহ ১২টি গাছের চারা রোপণ করি। ছাত্র-ছাত্রীদের এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেছি। এছাড়া শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জী, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন বাসু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন মিয়াজীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।