শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

চান্দ্রায় ৬নং ওয়ার্ড যুবলীগের আংশিক কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ৬নং ওয়ার্ড যুবলীগের আংশিক কমিটির অনুমোদন দেন ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহব্বায়ক সালাহ উদ্দিন (বাবু) ও যুগ্ম আহ্বায়ক ফাহিমুল ইসলাম (শশী)।

৯ অক্টোবর রোববার সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ৯৫নং মধ্য মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মিয়া বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশার খন্দকার ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিমুল ইসলাম (শশী)।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাকসুদ উল্লাহ বেপারী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কালা চাঁন গাজী, রাসেল পাটওয়ারী, মমিন খান, ইসমাইল হোসেন, জহির মিজি, আল আমিন, আমির খান, মিলন খান, হুমায়ুন মিয়াজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহাগ খান, শাহরিয়ার জাকির প্রমুখ।

এ সময় ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ১২নং চান্দ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে ওয়ার্ড যুবলীগ রাজপথে থেকে কাজ করে যাবে।

৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মজিবুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মনু মিয়া গাজীর নামসহ ইউনিয়ন কমিটি ঘোষণা স্বরূপ ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়। পরে নতুন কমিটিকে ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ একের অপরকে ফুল দিয়ে বরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়