শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের টিশার্ট উন্মোচন ও আইডি কার্ড প্রদান
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘প্রজ্জ্বলনে’র অফিসিয়াল টি-শার্ট উন্মোচন ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১ অক্টোবর (শুক্রবার) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে ‘প্রজ্জ্বলনে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সমিতির সভাপতি মোহাম্মদ হারুন অর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভাবার মতো মনমানসিকতা সবার থাকে না, সংগঠনের সাথে যুক্ত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দেশনেত্রীও চান সুবিধাবঞ্চিত শিশুরা যেনো সঠিক জ্ঞানের আলোয় আলোকিত হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সংগঠনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তাদের পাশে সর্বদা থাকার চেষ্টা করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন। বিশেষ আলোচক ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ রিপন, ওয়ার্ড গ্লোবাল টেলিভিশনের পরিচালক ও প্রধান সমন্বয়ক নাসির পাঠান, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতা জহির মিজি প্রমুখ। সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি ও সদস্য নাজির আহমেদ।

আলোচনা শেষে ‘প্রজ্জ্বলনে’র সাপ্তাহিক পাঠদান কর্মসূচিতে ‘শিক্ষক প্রতিনিধি’ হিসেবে সর্বোচ্চ ক্লাস পরিচালনা করায় জাহিদুল ইসলাম রাসেলকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়।

স্মারক প্রদানের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যরা সংগঠনের অফিসিয়াল টি-শার্ট উন্মোচন করেন এবং অতিথিবৃন্দ সকল শিক্ষক প্রতিনিধিকে আইডি কার্ড পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল কাদের, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, প্রচার সম্পাদক সানজিদা আক্তার, ক্রীড়া সম্পাদক তাহসিন মিলন, নির্বাহী সদস্য রেদোয়ান, সদস্য নাজির আহমেদ, সদস্য পারেভেজ মোশারফ, সদস্য সালমান রাফি ও আল-আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়