প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
![হরিণা ফেরিঘাটে পাঁচ কেজি গাঁজাসহ ২ জন আটক](/assets/news_photos/2022/10/22/image-24877.jpg)
চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ২০ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ উত্তর গোবিন্দিয়া হরিণা ফেরিঘাটের পূর্ব পাশের যাত্রী ছাউনির সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন (২৬) ও মোঃ মাহবুব আলম জনি (৩৫)কে আটক করা হয়। সদর মডেল থানার এসআই (নিঃ) সালেহ উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। ৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ফেরিঘাট সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে পাচারের উদ্দেশ্য ব্যাগ ভর্তি গাঁজা বহন করে মোটরসাইকেলযোগে তারা চাঁদপুর হরিণা ফেরিঘাটে আসে। ফেরির জন্যে অপেক্ষা করার সময় স্থানীয় একজনের সন্দেহ হয় এবং ব্যাগে কি জিজ্ঞেস করতেই গাঁজার সন্ধান পায়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশে খবর দেয়া হয়।