প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
![আশরাফপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন](/assets/news_photos/2022/10/22/image-24874.jpg)
কচুয়া উপজেলার আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটে ৫ জনকে নির্বাচিত করা হয়। তারা হলেন : আবুল কালাম, মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম ও বাচ্চু মিয়া এবং সংরক্ষিত আসনে তাছলিমা আলম। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান। এছাড়াও নির্বাচনে সহযোগিতায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফি উল্যাহ ও কচুয়া থানা পুলিশ সদস্যবৃন্দসহ অন্য দায়িত্বপ্রাপ্তগণ।