প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
![শাহরাস্তিতে চলাচলের রাস্তা বন্ধের বিষয়ে রেজাউল করিম মিন্টুর বক্তব্য](/assets/news_photos/2022/10/22/image-24873.jpg)
শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুস্তম আলীর জ্যেষ্ঠ পুত্র মোঃ রেজাউল করিম মিন্টু জনগণের চলাচলের রাস্তা বন্ধ বিষয়ে লিখিত বক্তব্য দিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ১৬ অক্টোবর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘শাহরাস্তিতে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দিলো প্রভাবশালী আওয়ামী লীগ নেতা’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত অসত্য ভিওিহীন সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার বাবা মরহুম রুস্তম আলীর দীর্ঘদিনের অর্জন ও পরিবারের সুনাম ক্ষুণ্ন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রীমহল বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, শাহরাস্তি পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের নিজমেহার মৌজায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সংলগ্ন কাজী বাড়ি রাস্তা নামে কোনো রাস্তা কখনো ছিল না, বর্তমানেও নেই। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের দক্ষিণ পাশে বাউন্ডারী ওয়ালের পাশ ঘেঁষে আমার নিজস্ব ব্যক্তি মালিকানাধীন ভূমি। এমনকি সরকারি নক্সায় কোনো পথ বা রাস্তা চিহ্নিত নাই। সংবাদে উল্লেখিত পৌরসভা থেকে মাটি ভরাট ও পাকাকরণের কাজও কাল্পনিক।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের দক্ষিণ বাউন্ডারী ওয়ালের পাশ ঘেঁষে আমার নামে পৌরসভার হোল্ডিং নং ৪৪, একটি টিনশেডের মার্কেট রয়েছে। উক্ত মার্কেটের ভাড়াটিয়া দোকানদাররা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে। আমার উক্ত মার্কেটে কোনোদিন পুলিশ দোকানঘর অপসারণ করেনি বা করার প্রশ্নও উঠে না। কাজী বাড়ির লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দীর্ঘদিন যাবৎ সদাশয় সরকারের বিরুদ্ধে লেখালেখি করে আসছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর ছবির উপর ‘মাদার অফ রাজাকার’ সম্বোধন করে ফেসবুকে পোস্ট করে।
তিনি বলেন, অক্টোবর মাসের প্রথমদিকে তারা সংঘবদ্ধ হয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয় এবং আমার জায়গা দখল করার পাঁয়তারা করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুরের আদালতে ১৪৫ ধারা মতে ১১৬২নং একটি মামলা দায়ের করি। পরবর্তীতে, বিজ্ঞ সিনিয়র জজ আদালত শাহরাস্তি চাঁদপুরের আদালতে ১৫৩নং স্বত্বের মামলা দায়ের করি, যা বর্তমানে বিচারাধীন। আমার মতামত বা বক্তব্য নেয়া ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদটি প্রকাশ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি।
জিডি-৯৮৪/২২