শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা পরিষদ ১০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো
গোলাম মোস্তফা ॥

৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সহায়তা চাওয়া ১০ পরিবারকে গতকাল ৩০ জুলাই শুক্রবার চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়।

জানা যায়, সকালে সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের অসহায় দুঃস্থ ও কর্মহীন ৮ পরিবার খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নাম্বারে যোগাযোগ করে।

এ ম্যাসেজ পেয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী গতকাল শুক্রবার সকালে খাদ্য সহায়তা চাওয়া পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের হাতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্যাকেট তুলে দেন।

এদিকে একইদিন দুপুরে শহরের ষোলঘরস্থ এলাকায় আরো দু’টি পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেয়া হয়।

প্রতিটি উপহারের প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল।

খাদ্য সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো প্রধানমন্ত্রীর এই উপহারের প্যাকেট পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির জন্যে মহান আল্লাহর নিকট হাত তুলে দোয়া করেন।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী জানান, চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপির নির্দেশে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়