প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০০:০০
![মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান](/assets/news_photos/2022/10/21/image-24835.jpg)
গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর কোড়ালিয়া রোডে মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় ওয়াজ ও দোয়ার মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানীর পীর সাহেব পীর কামেল আল্লামা হযরত মাওলানা আশেক এলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাইফুল হাদিস জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগের হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব।
মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ মোহাম্মদ হেলাল হোসেন, হাজী শরীয়ত উল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা এসএম আনওয়ারুল করিম, ঢাকার হযরত মাওলানা বেলায়েত হোসেন আরেফী ও বায়তুল সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইয়াসিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব মোঃ জামাল হোসেন গাজী। অনুষ্ঠানে ৬১ জন হাফেজকে পাগড়ী দেয়া হয়।