প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০০:০০
![কচুয়ায় চার মাদক কারবারি গ্রেফতার](/assets/news_photos/2022/10/21/image-24830.jpg)
কচুয়ায় পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা ও ৫২ পিচ ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে লাকী আক্তার (২৫)-এর কাছ থেকে ৪ কেজি ও আব্দুল আলীর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামের তেঁতুলতলা এলাকার মাকসুদের দোকানের সামনে থেকে উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জাহিদুল ইসলাম রোমন (২৫)-এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। একই দিন পালাখাল মডেল ইউনিয়নের পশ্চিম বাজারে ইকবালের চায়ের দোকানের সামনে থেকে উপ-পরিদর্শক নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাজু মিয়া (২৫)-এর কাছ থেকে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত লাকী আক্তার কুমিল্লার কোতয়ালী উপজেলার কাটাবি গ্রামের সুমন মিয়ার স্ত্রী, আব্দুল আলী ফরিদপুর জেলার বোয়ালমারীর উপজেলার তেলঝুড়ি গ্রামের মৃত আব্দুল জালাল মোল্লার ছেলে, জাহিদুল ইসলাম রোমন শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের মনোয়ার হোসেন নয়নের ছেলে ও রাজু মিয়াজী কচুয়া উপজেলাধীন পালাখাল গ্রামের মিয়াজী বাড়ির মৃত মুসলিম মিয়াজীর ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।