প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০০:০০
![আমরা মুক্তিযোদ্ধার সন্তানে’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন](/assets/news_photos/2022/10/21/image-24828.jpg)
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ স্লোগানে আমরা মুক্তিযোদ্ধার সন্তানের গৌরবের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার আয়োজনে ১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পূরবী কমপ্লেক্সের তৃতীয় তলা অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সদস্যরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত আন্দোলন, নির্বাচন ও যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করছে। চাঁদপুরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে আগে এ সংগঠনে যারা ছিলেন তারা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়ে ভূঁইফোড় সংগঠন তৈরি করে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে না, আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা ঠিকই থাকবো।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা সভাপতি সুমন সরকার জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, সৈয়দ লুৎফর রহমান, রাজীব চৌধুরী, মনিরুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক শিবলু খান, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আয়েশা আক্তার শ্যামলী প্রমুখ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মাহবুব আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেছার আহমেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক হামিদ বেপারী, পৌর কমিটির সাধারণ সম্পাদক সোয়ান ভূঁইয়া, সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের সভাপতি সাদ্দাম, লক্ষ্মীপুর ইউনিয়ন সভাপতি স্বপন কর, হোসেন, শাওন, সাগর, শাহ আলম, আলো, শাম্মি, খাদিজা, রিংকি, রুবেল ক্বারি, মশিউরসহ আরো অনেকে।