প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আরো ১২ জেলেকে জাল, নৌকাসহ আটক করেছে নৌ থানা পুলিশ। ১৮ অক্টোবর দিনভর অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়। এ সময় ২০ লাখ মিটার অবৈধ জালসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বাড়ি শরিয়তপুরের সখিপুর এবং চাঁদপুর সদরের বিষ্ণুপুরের লালপুর এলাকায় বলে জানা যায়।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর আলুর বাজার, হরিণা ঘাট, মিনি কক্সবাজার, আনন্দবাজার, রাজরাজেশ্বর, সফরমালী, বাংলাবাজার এলাকায় নৌ-পুলিশ বেশ ক’টি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে।
নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান জানান, থানা ও ফাঁড়ির অর্ধ শতাধিক পুলিশ নিয়ে অভিযানগুলো পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করে মাছ ধরতে নদীতে নামা ১২ জেলেকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত জাল ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
নৌ এসপি বলেন, মা ইলিশ রক্ষায় দিন-রাত ২৪ ঘণ্টাই অভিযান চলছে।
এদিকে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া আটক জেলেদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও পুলিশের নিয়মিত মামলা হবে বলে জানায় নৌ-পুলিশ।
অভিযানে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিকদার বেলায়েত হোসেন ও চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান, আলুর বাজার ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।