প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০
![মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন](/assets/news_photos/2022/10/20/image-24801.jpg)
হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালন করা হয়। গত ১৮ অক্টোবর বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ তারেক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মওদুদ আহমেদ, মোঃ শরিফ উল্যা ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোঃ রোমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়।