প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০
মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ও মোটরসাইকেলের সংর্ঘষে ৩০ জুলাই শুক্রবার সকালে ৮ জন আহত হয়েছে।
মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের ঢাকিরগাঁও কাজলী সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নবকলস গ্রামের আঃ লতিফের ছেলে আবু সাঈদ (৫), তার মা নাসিমা বেগম (২৬), ঢাকিরগাঁও গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৫০), মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের হানিফ মিয়াজীর ছেলে কাউসার (৩৪) ও একই গ্রামের বিল্লাল মিয়াজীর স্ত্রী খুশি আক্তার (৩০)সহ আরও তিনজন আহত হয়েছেন। পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আহত কাউসার চাঁদপুর কণ্ঠকে জানান, আমরা ইজিবাইকযোগে মতলব বাজারে আসছিলাম। বিপরীত দিক থেকে দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।