শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০

চাঁদপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে  যুবদলের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে পালনকল্পে চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, আমরা অতীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানগুলো অত্যন্ত সুন্দরভাবে পালন করেছি। আশা করছি সকলের পরামর্শক্রমে এবারও আমরা একটি সুন্দর প্রোগ্রাম করতে পারবো। অতীতেও আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও সে সহযোগিতা প্রত্যাশা করছি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা বন্দুকসী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, সোহেল গাজী, সদর উপজেলা যুবদল নেতা জুলহাস জুয়েলসহ অন্য নেতৃবৃন্দ। সভায় যুবদল নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে পালনকল্পে তাদের মতামত তুলে ধরেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়