প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান ও জনপ্রিয় নেতা মরহুম আব্দুল করিম পাটওয়ারীর নাতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের মেঝো ছেলে মোঃ রাফি পাটওয়ারী অনার্স ফাইনালে ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে এ অনার্স ফাইনাল পরীক্ষা দেন।
রাফি পাটওয়ারী জানান, অনার্স ফাইনালে ফার্স্ট ক্লাস পেয়ে আমি অনেক আনন্দিত। আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাবা-মা’র স্বপ্ন পূরণ করতে। এছাড়াও দাদার আদর্শকে বুকে ধারণ করে বাবার দেখানো পথে এগিয়ে গিয়ে জনগণের সেবা করতে চাই।