প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা সদরের আলগী বাজারস্থ মুন্সি প্লাজার ২য় তলায় বাংলা, চাইনিজ, থাই ও ফাস্টফুড খাবারের নিশ্চয়তায় ‘রঙধনু বাংলা-চাইনিজ রেস্টুরেন্ট’ -এর শুভ উদ্বোধন করা হয়েছে। বিয়ে, বৌ-ভাত, জন্মদিন, সেমিনার, আকিকা ও সকল প্রকার অনুষ্ঠানের অর্ডারসহ হোম ডেলিভারির প্রতিশ্রুতিতে এ রেস্টুরেন্ট যাত্রা শুরু করে।
সম্প্রতি উপজেলার বরেণ্য ওলামা-মাশায়েখ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া ও মিলাদের মাধ্যমে এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
রঙধনু বাংলা-চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জিএম ফজলুর রহমান আকাশ বলেন, হাইমচর উপজেলায় কমিউনিটি সেন্টার বা পার্টি সেন্টার না থাকায় অনেকেই বিভিন্ন প্রোগ্রাম চাঁদপুর শহরে গিয়ে করতে হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে উন্নত সেবার অঙ্গীকারে শুরু করেছি এ রেস্টুরেন্টের। এখানে বিয়ে, বৌ-ভাত, জন্মদিন অনুষ্ঠানসহ যে কোনো সভা, সেমিনার করা যাবে। যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া ও হোম ডেলিভারির সু-ব্যবস্থা রেখেছি।
মাওলানা মোঃ মাছুম বিল্লাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, সহকারী অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, সরকারি হাসপাতাল জামে মসজিদের খতিব ও তাহফিজুস সুন্নাহ নেসারিয়া মাদরাসার পরিচালক মাওলানা জুলফিকার হাসান মুরাদ, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল প্রমুখ।
উপস্থিত ছিলেন আল-আমিন আদর্শ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা হাফিজুর রহমান, সহ-সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, হাইমচর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিএম ইসমাইল, প্রচার সম্পাদক হাসান আল মামুন, হাইমচর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এসএম সাজ্জাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রাসেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।